ইসরায়েলি প্রকল্পের প্রতিবাদ করায় প্রকৌশলীকে বরখাস্ত করলো গুগল


Online Desk প্রকাশের সময় : ১০/০৩/২০২৪, ১২:৩২ পূর্বাহ্ণ /
ইসরায়েলি প্রকল্পের প্রতিবাদ করায় প্রকৌশলীকে বরখাস্ত করলো গুগল

গুগল একজন প্রকৌশলীকে বরখাস্ত করেছে, যিনি প্রকাশ্যে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কোম্পানিটির জড়িত থাকার কারণে প্রতিবাদ করেছিলেন।

সিএনবিসি জানিয়েছে, সোমবার নিউইয়র্ক সিটিতে ‘মাইন্ড দ্য টেক’ সম্মেলনের সময় ঘটনাটি ঘটে, যখন গুগল ইসরায়েলের ব্যবস্থাপনা পরিচালক বারাক রেগেভ একটি বক্তৃতা দিচ্ছিলেন।

রেগেভের বক্তৃতার মাঝখানে ওই গুগল ক্লাউড প্রকৌশলী উঠে দাঁড়িয়ে ঘোষণা করেন, ‘আমি এমন প্রযুক্তি তৈরি করতে অস্বীকার করছি, যা গণহত্যা সংঘটিত করার বা নজরদারির সক্ষমতা দেয়।’

ক্লাউড পরিষেবার জন্য ইসরায়েলের সেনাবাহিনী এবং সরকারের সঙ্গে গুগলের ১.২ বিলিয়ন চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রজেক্ট নিম্বাস ফিলিস্তিনি সম্প্রদায়কে বিপদে ফেলেছে।’

এর পর ওই প্রকৌশলীকে বরখাস্ত করে গুগল। গুগলের মুখপাত্র বেইলি টমসন বলেছেন, ‘চলতি সপ্তাহের শুরুতে একজন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে, যিনি একটি উপস্থাপনায় অফিসিয়াল কোম্পানি-স্পন্সর ইভেন্টে হস্তক্ষেপ করেছেন।’

তিনি আরও বলেন, ‘এই আচরণ ঠিক নয়। আমাদের নীতি লঙ্ঘনের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে।’

ইতিমধ্যেই প্রকল্প নিম্বাসের বিরোধিতাকারী সংস্থা ‘নো টেক ফর অ্যাপার্টেইড’ ওই প্রকৌশলীকে বরখাস্ত করার বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

সংস্থাটি ওই বিবৃতিতে বলেছে, ‘গুগলের তার নৈতিক ব্যর্থতা আড়াল করার জন্য কর্মীদের নীরব করার চেষ্টা করছে। প্রজেক্ট নিম্বাসের মাধ্যমে ইসরায়েলকে বিশ্বের প্রথম এআই-চালিত গণহত্যা সংঘটিত করতে সক্ষম করছে গুগল। এই চুক্তির মাধ্যমে গুগল এবং এ্যামাজন ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজায় বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে গণহত্যামূলক প্রচারণায় সহায়তা করছে।’

বরখাস্ত করার পরে কেমন অনুভব করছেন জানতে চাইলে ওই প্রকৌশলী বলেন, ‘গণহত্যার সাথে জড়িত হতে অস্বীকার করার জন্য বরখাস্ত হতে পেরে গর্বিত বোধ করছি।’