চাঁপাইনবাবগঞ্জ বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ


তারেক আজিজ প্রকাশের সময় : ২৬/০৪/২০২৪, ১০:০৯ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জ বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

বৃষ্টি না হওয়ায় নস্ট হতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল তাই বৃষ্টির আশায় চাঁপাইনবাবগঞ্জের ইস্তিসকার নামাজ ও দোয়া করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার কৃৃষ্ণগোবিন্দপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করেছেন তাঁরা। বৃষ্টি না হওয়ায় কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত নস্টের পথে, ঝরে পড়ছে গাছের অর্থকারী আম, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল, সেজন্য বৃষ্টির আশায় নামাজে আশপাশের গ্রাম থেকে প্রায় ২ হাজার মুসল্লি­ অংশ নেন। পরে বৃষ্টির জন্য দীর্ঘ মোনাজত করা হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল মতিন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ ও তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টি, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।