হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া


Online Desk প্রকাশের সময় : ১৫/০৩/২০২৪, ৯:২৫ অপরাহ্ণ /
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে রাতে গুলশানে বাসা ‘ফিরোজা‘য় ফিরেছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে বাসায় ফেরেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ভোরের কাগজকে বলেন,  কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডাম হাসপাতাল ভর্তি ছিলেন। মেডিকেল বোর্ড সেসব পরীক্ষা-নিরীক্ষা দিয়েছিলেন তা শেষ হওয়ার পর মেডিকেল বোর্ড বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। রাতে ৮টা ১০ মিনিটে ম্যাডাম বাসায় ফিরেছেন।

পরে এক সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ড আবারো বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে বলে জানান জাহিদ।

নিয়মিত হেলথ চেআপের অংশ হিসেবে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন খালেদা জিয়া।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ আরো নানা ধরণের জটিল রোগে ভুগছেন।

সবশেষ গেলো বছরের ৯ আগস্ট ফিরোজা‘য় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই দিন রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।

পরে টানা ৫ মাস ৫ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১১ জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি। এরপর ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার এভারকেয়ারে যান।