ডিএমপি কমিশনার হিরো আলমকে নিয়ে যা বললেন


তারেক আজিজ প্রকাশের সময় : ২২/০৭/২০২৩, ১১:০৬ অপরাহ্ণ /
ডিএমপি কমিশনার হিরো আলমকে নিয়ে যা বললেন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা নিয়ে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

এসময় হিরো আলমের ওপর হামলার ঘটনা ডিএমপি কমিশনার বলেন, একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় তাকে পুলিশ নিরাপত্তা দিতে পারেনি। কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেয়া হয়েছিল। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।

১৭ জুলাই বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র পরিদর্শনে গেলে দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন হিরো আলম।