কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত


তারেক আজিজ প্রকাশের সময় : ১৫/০৪/২০২০, ১০:৩৭ অপরাহ্ণ /
কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত

কাতারে পাঁচ শতাধিক বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসাধীন থাকা তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

কাতারে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা বিষয়ক ফোকাল পয়েন্ট ডা. খলিলুর রহমান এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এ তথ্য জানান।

তারা জানান, গত ৭ ই এপ্রিল পর্যন্ত কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছেন তারা।

রাষ্ট্রদূত বলেন, দোহার বাংলাদেশ কমিউনিটি থেকে তারা দেশটিতে ব্যাপক ভিত্তিক বাংলাদেশি আক্রান্তের খবর পাচ্ছিলেন। কিন্তু নিশ্চিত হতে পারছিলেন না। গত সপ্তাহেই প্রথম আনুষ্ঠানিকভাবে ৫ শতাধিক বাংলাদেশি আক্রান্তের কথা জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে পরবর্তীতে আরও কিছু লোক আক্রান্তের খবর কমিউনিটি মারফত পেলেও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে না বলা পর্যন্ত তারা সেই সংখ্যার বিষয়টি নিশ্চিত করতে পারেছেন না।


আরও খবর