চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
তারেক আজিজ
প্রকাশের সময় : ১৫/০৭/২০২২, ১০:১২ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর দক্ষিণপাড়া এলাকায় শুক্রবার বিকেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত সাব্বির ( ২০) টিকরামপুর আদর্শ মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, পূর্ব বিরোধের যের ধরে শুক্রবার বিকেল ৫ টার দিকে টিকরামপুর দক্ষিণপাড়া এলাকায় ৫-৬ জন দুর্বৃত্ত সাব্বিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাব্বির মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
Post Views: 242
আপনার মতামত লিখুন :