সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়া ভুয়া মেজরসহ দু’জন গ্রেপ্তার
তারেক আজিজ
প্রকাশের সময় : ২২/০৯/২০২০, ৭:৪৮ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ছয়জনকে সেনবাহিনীর বেসামরিক বিভিন্ন পদে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার দায়ে এক ভুয়া মেজরসহ দুইজনকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন। এ সময় গ্রেফতার দুইজনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হচ্ছে, গাইবান্ধার দক্ষিণ ধানগড়া এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে আবজাল খান ও তার সহযোগি মানিকগঞ্জের শিবালয়ের আলমাস আলীর ছেলে আব্দুস সাত্তার।
সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন জানান, সোমবার বিকালে মানিকগঞ্জের শিবালয় থেকে আবজাল ও সাত্তারকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আবজাল সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূল হোতা। তারা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ছয় জনের কাছ থেকে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৯ জুন নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে আরো চারজনকে গ্রেফতার করা হলেও মূল হোতা আবজাল ছিলো ধরাছোঁয়ার বাইরে।
গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Post Views: 1,311
আপনার মতামত লিখুন :