শুরুতেই জোড়া ধাক্কা টাইগার শিবিরে


Online Desk প্রকাশের সময় : ১১/০৭/২০২৩, ৬:৪২ অপরাহ্ণ /
শুরুতেই জোড়া ধাক্কা টাইগার শিবিরে

তিন ম্যাচ ওডিআই সিরিজের দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে বড় কোনো লক্ষ্য দিতে পারেনি প্রথম দুই ম্যাচ জেতা আফগানিস্তান। হোয়াইাট ওয়াশ এড়াতে বাংলাদেশের দরকার মাত্র ১২৭।

৪৫.২ ওভারে মাত্র ১২৬ রানেই অলআউট আফগানিস্তান। টসে জিতে বোলিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। আজ মাঠে নেমে যেনো স্বরূপে ফিরেছে টাইগাররা। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সিরিজ খোয়ানোর পর ম্যাচে এমন আধিপত্য যেনো দুধের স্বাদ ঘোলে মেটানো।

স্বল্প রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্ক টাইগার শিবিরে।দলীয় ৩য় ওভারে ফজলুল হক ফারুকির করা প্রথম বলে কোন রানের খাতা না খুলেই ৮ বলে ০ রান করে  বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার নাঈম শেখ। এরপর ১১ রান করা শান্তকে বোল্ড করেন ফারুকী।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ২ উইকেটের বিনিময় বাংলাদেশের সংগ্রহ ২৮ রান, জয়ের জন্য প্রয়োজন ১১৯ রান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com