শিশু রিমা হত্যায় ৫ জনকে আসামি করে মামলা
তারেক আজিজ
প্রকাশের সময় : ১৯/০২/২০২০, ৫:৫৫ অপরাহ্ণ /
১১৮৯
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় শিশু হত্যার ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে তরিকুলসহ ৫ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।
গত মঙ্গলবার মৃত শিশুটির পিতা রুহুল আমিন এ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, শিশু রিমা বাহিরে খেলতে গিয়ে তাকে অপহরণ করে এবং ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
শিশুটির পিতা বাদি হয়ে বুধবার তরিকুলসহ পাঁচ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।
তিনি আরো জানান, আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি শিশু রিমাকে ধর্ষণের পর হত্যা করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাঁশঝাড়ের একটি গর্তে ফেলে দেয়।
Post Views: 1,061
আপনার মতামত লিখুন :