শিবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ করলেন মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৬/০৯/২০২০, ৭:৪৮ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সন্ধায় শিবগঞ্জ পৌরসভাকে আলোকিত পৌরসভা গড়ার লক্ষ্যে ৫ নং ওয়ার্ডে পঞ্চাশটি জাম গাছ, যার বৈজ্ঞানিক নাম-Syzygium Cumini রোপন করা হয়েছে।
এ সব গাছ রোপনের উদ্বোধন করেন, শিবগঞ্জ পৌরসভার তারুণ্যের অহংকার, বিশিষ্ট সমাজসেবক, জিকে ফাউন্ডেশনের কর্নধর ও মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। তাঁর স্বপ্ন শিবগঞ্জ পৌরসভা কে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করে আলোয় আলোকিত করা। ইতিমধ্যে তিনি শিবগঞ্জ পৌরবাসীর আপামর জনতার কাছে ভালোবাসা পেয়ে সিক্ত হয়েছেন।
গাছ আমাদের পরম বন্ধু। গাছ সৌন্দর্য বৃদ্ধি করে, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের শারীরিক সুস্থতায় থাকার জন্য সাহায্য করেন। তাই সবাই কে গাছ লাগানোর জন্য আহবান জানান মনিরুল ইসলাম।
সে সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাবেক প্রধান শিক্ষক, মো. আসাদুজ্জামান, সাবেক শিক্ষক মতিউর রহমান, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজু ম্যানেজার, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আজিজুল, মো.সাখাওয়াত হোসেন (তুষার)।
আরও উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা জিয়াউল হক (জিয়া), শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলী রাজসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধা মঞ্চ শিবগঞ্জ উপজেলার পৌর শাখার আয়োজনে ও সৈয়দ মনিরুল ইসলামের সৌজন্যে বৃক্ষ রোপণ কর্মসূচি হয়। এ ছাড়াও ওয়ার্ডের মানুষের সাথে উঠান বৈঠক করেন তিনি।
Post Views: 871
আপনার মতামত লিখুন :