শিবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী মনিরুলের উঠান বৈঠক
তারেক আজিজ
প্রকাশের সময় : ২৪/০৯/২০২০, ৫:৩১ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন পৌরসভার নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী ও জিকে ফাউন্ডেশনের কর্ণধার সৈয়দ মনিরুল ইসলাম পৌর এলাকার ৭নং ওর্য়াডের চন্ডীপুর এলাকায় উঠান বৈঠক করেছে। বৃহস্পতিবার বিকেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ সময় শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মতিউর রহমান, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আলি, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিফ আহসান,
চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আদনান ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বলেন, আপনাদের এলাকায় আপনাদের পাশে থেকে সেবা দেবার লক্ষ্যেই আজ আমি মেয়র প্রার্থী হয়েছি। অাধুনিক শিবগঞ্জ গড়তে আপনাদের সহযোগীতা দরকার।
তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌরসভার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে একবার সুযোগ দিন। মেয়র প্রার্থী নির্বাচন উপলক্ষে এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক শুরু করেছেন।
Post Views: 1,172
আপনার মতামত লিখুন :