শিবগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৮/১০/২০২০, ৫:২১ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল শেষে সোনামসজিদ-রাজশাহী মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
এ সময় আশিক শাহ্ নেওয়াজ, অনুপম হলদার, রাফি, তনয়, সাদাব, ফয়সালসহ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবী জানানো হয়। –
Post Views: 1,325
আপনার মতামত লিখুন :