শিবগঞ্জে ত্রাণ দেয়ার নামে টাকা উত্তোলন : তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠণ
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৫/০৫/২০২০, ৩:১৪ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়েছে।
তিন এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সামিউল হক লিটন স্বাক্ষরিত পত্র থেকে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. তসিকুল ইসলাম টিসুসহ অত্র উপজেলাধীন অন্যান্য শাখাসমূহের নেতাকর্মীদের নাম জড়িয়ে ত্রাণ দেয়ার নামে হতদরিদ্র মানুষের নিকট হতে অবৈধ ভাবে টাকা উত্তোলন করা হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
বিষয়টি জেলা যুবলীগের দৃষ্টি গোচর হওয়ায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রগণের জন্য জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুকে আহবায়ক করে একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।
এ কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা যুবলীগ সভাপতির নিকট জমা দেবার নির্দেশ প্রদান করা হয়েছে।
Post Views: 729
আপনার মতামত লিখুন :