শিবগঞ্জে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত


তারেক আজিজ প্রকাশের সময় : ১৯/১১/২০২১, ৮:৪৭ অপরাহ্ণ /
শিবগঞ্জে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ঘোড়াপাখিয়া ইউনিয়নের চামা গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. গোলাম আরিফ মংলু মতবিনিময় সভার সভাপতিত্ব করেন।  


মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ঘোড়াপাখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মামুন-অর-রশীদ মমিন, নাচোল বিএম কলেজের অধ্যক্ষ মো. আখতার বারী। এছাড়াও মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন আওয়ামীলীগ  নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com