শহীদ শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রফি তুলে দিলেন লিটন


তারেক আজিজ প্রকাশের সময় : ০৯/১০/২০২০, ৯:১৭ অপরাহ্ণ /
শহীদ শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রফি তুলে দিলেন লিটন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৯ অক্টোবর শুক্রবার বিকেলে যুব শান্তি সংঘ আয়োজিত শহীদ শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

যুব শান্তি সংঘের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য ও কৃষক লীগ নেতা মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি, সমাজসেবক ও আসন্ন পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. সামিউল হক লিটন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসকুরা বেগম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান রজ্জু।

আরও উপস্থিত ছিলেন, জেলা ফুটবল দলের কোচ হুমায়ুন কবির লুকু, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, রাজশাহী ফুটবল দল ও রামকৃষ্টপুর ভাই ভাই ফুটবল দল। খেলায় রাজশাহী ফুটবল দলের খেলোয়াড় পারভেজ এর গোলে রাজশাহী ফুটবল দল চাম্পিয়ন হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। খেলাটি পরিচালনা করেন অহেদুল ইসলাম ও শামিম খান।-

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com