রাণীহাটি মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঙ্গারীয়াপাড়ার মোরসালিন নিহত


তারেক আজিজ প্রকাশের সময় : ২৭/০১/২০২১, ৮:১০ অপরাহ্ণ /
রাণীহাটি মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঙ্গারীয়াপাড়ার মোরসালিন নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঙ্গারীয়াপাড়ার মোরসালিন নিহত হয়েছে। বাজার এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ১জন আহত হয়।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আঙ্গারীয়াপাড়া এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে মোরসালিন (২১) ও আহত ব্যক্তি একই উপজেলার চাঁদলাই এলাকার মৃত সাদিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫)।

২৭ জানুয়ারী বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোরসালিন ও মাসুদ একটি মোটরসাইকেল যোগে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবার পথে রাণীহাটি লাইফ কেয়ার হাসপাতাল এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোরসালিন সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মাসুদকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন, সড়ক দুর্ঘটনায় ১ জন নিহতর বিষয়ে নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের উদ্ধার করে পুলিশ। তবে বাইসাইকেল চালক পলাতক রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com