রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১১ ব্যাচের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ


তারেক আজিজ প্রকাশের সময় : ২১/০৫/২০২০, ১১:৫১ অপরাহ্ণ /
রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১১ ব্যাচের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব‍্যাচ – ২০১১ এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি বাড়ি গিয়ে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আসিফ ইয়াসির নামের একজন শিক্ষার্থী জানান, ২০১১ সালের এসএসসি ব‍্যাচের শিক্ষার্থীরা প্রতিনিধিদের মাধ‍্যমে ইফতারের পরে রাজারামপুর ,উপর রাজারামপুর ,নামোরাজারামপুর ,নামোশংকরবাটি ,বটতলাহাট ও পার্শ্ববর্তী এলাকায় প‍্যাকেট পৌঁছে দিয়েছি এসব এলাকার গরীব মানুষদের মাঝে ।আমরা প্রতি বছর ইফতার করি এবার সে ইফতার বাদ দিয়ে এ আয়োজন করলাম ।এ কাজে সহযোগিতা করছেন আসিফ,আকিব ,তৌহিদ ,সোহাগ ,সানাউল প্রমুখ।
এক প‍্যাকেটে ১ কেজি চিনি ,তেল আধা লিটার ,লাচ্চা, বুন্দিয়া ,নুডুলস ১ প‍্যাকেট করে ,দুধ দুই প‍্যাকেট ,চালের আটা ১ কেজি , সাবান ১ পিস আর ডিটারজেন্ট পাওডার হাফ কেজিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী রয়েছে।

উল্লেখ্য যে, প্রতিবছর রাজারামপুর হামিদুল্লাহ্ উচ্চবিদ‍্যালয় এসএসসি – ২০১১ ব‍্যাচের শিক্ষার্থীবৃন্দ ঈদের আগে একত্রিত হয়ে একসঙ্গে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে থাকে। চলতি বছর করোনা ভাইরাস সঙ্কট মূহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com