যে দোয়া পড়ে অসুস্থদের ঝাড়-ফুঁক করতেন নবীজি


Online Desk প্রকাশের সময় : ১২/০৭/২০২৩, ৫:৫৮ পূর্বাহ্ণ /
যে দোয়া পড়ে অসুস্থদের ঝাড়-ফুঁক করতেন নবীজি

আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)

তাই মুমিনের দায়িত্ব হলো—আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। প্রিয়নবী (স.) উম্মতকে বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। তার মধ্যে একটি দোয়া হলো—রোগ থেকে দ্রুত আরোগ্যলাভের দোয়া। রাসূলুল্লাহ (স.)-এর ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক, অসুস্থদের ঝাড়ফুঁকের দোয়া

দোয়াটি হলো— اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا উচ্চারণ: ‘আল্লাহুম্মা রাব্বান-নাসি মুজহিবাল বা’সি, ইশফি আনতাশ-শাফি, লা শাফি ইল্লা আনতা শিফাআন লা ইউগাদিরু সুকমা।’ অর্থ: ‘হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী—আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে।’

আব্দুল আজিজ (রহ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও সাবিত একবার আনাস ইবনে মালিক (রা.)-এর নিকট গেলাম। সাবিত বললেন, হে আবু হামজা! আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন আনাস (রা.) বললেন, আমি কি তোমাকে রাসুলুল্লাহ (স.) যা দিয়ে ঝাড়-ফুঁক করেছিলেন তা দিয়ে ঝাড়-ফুঁক করে দেব? তিনি বললেন, হ্যাঁ। তখন আনাস (রা.) এই দোয়াটি পড়লেন। (বুখারি: ৫৭৪২) সুস্থ হওয়ার ঝাড়ফুঁক, কোরআন হাদিসে ঝাড়ফুঁক, রোগীকে পানি পড়া

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির অনুসরণে রোগাক্রান্ত ব্যক্তির জন্য উক্ত দোয়াটি পড়ার তাওফিক দান করুন এবং এই দোয়ার বরকতে অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করুন। আমিন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com