মুজিব বর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা, র‌্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত


তারেক আজিজ প্রকাশের সময় : ০৭/০৩/২০২০, ৬:১৫ অপরাহ্ণ /
মুজিব বর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা, র‌্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

মুজিব বর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা, র‌্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, জেলার ৪২টিএনজিও, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে একযোগে সারা জেলায় এই কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বাল্যবিবাহ প্রতিরোধে’ আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম, কাজী সমিতির নেতৃবন্দ, এনজিও প্রতিনিধি, কিশোরী ক্লাবের সদস্য, ইমাম, শিক্ষক সমাজ ও সচেতন অভিভাবকবৃন্দ।
এ সময় উপস্থিত সকলেই ‘বাল্য বিবাহকে না বলুন’ সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শণ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com