মালদ্বীপে ১০০ টন খাদ্যসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ


তারেক আজিজ প্রকাশের সময় : ১২/০৪/২০২০, ৭:১৭ অপরাহ্ণ /
মালদ্বীপে ১০০ টন খাদ্যসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার মালদ্বীপে ১০০ টন খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ জাহাজে করে আজ বা কালের মধ্যে সে দেশে পাঠাবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (১২ এপ্রিল) তিনি এ কথা জানান।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সাহায্যার্থে আমরা সবকিছু করবো। তাদের খাদ্যসামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় সব ওষুধ প্রদান করা হবে। প্রবাসীদের চিন্তার কোনো কারণ নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ মোবাইল ফোনে অনিবন্ধিত ৩৮ হাজার প্রবাসী বাংলাদেশিকে ফেরত আনতে বলেছেন। আবদুল্লাহ শহীদ মোবাইল ফোনে বলেন করোনাভাইরাসের কারণে এখন যেহেতু তাদের পর্যটন বা রেস্টুরেন্টে কাজ করছে না তাই শুধু বৈধদের তারা সাহায্যে করছে। কিন্তু যারা অনিবন্ধিত আছে তাদের কষ্ট হচ্ছে। তাই তাদের ফেরত আনতে বলছে। আমি তাদের বলেছি বর্তমান সময়ে আমাদেরও অসুবিধা, তোমাদেরও অসুবিধা। তাই মানবাধিকারের বিষয়টি সামনে এনে এদের তোমরা সাহায্যে কর।

তিনি আরও বলেন, মালদ্বীপে থাকা অস্ট্রেলিয়ার নাগরিকদের শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বাংলাদেশ হয়ে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে। তাই আমি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি তাহলে তোমরা ওই ফ্লাইটে করে কিছু প্রবাসীকে পাঠাতে পারো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com