চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ।
১৫ সেপ্টেম্বর মংলবার রাত ১১টা ২০ ঘটিকার সময় ভোলাহাট থানাধীন বড়জামবাড়ীয়া গ্রামস্থ জনৈক মোঃ ইউসুফ আলীর বাড়ীর সামনে পাঁকা রাস্তার আসামিদের হেফাজত হইতে ১৫০ পিস ইয়াবা ও ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, আসামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে মো: শাহিন আলী (৩২), ও গোবরাতলা গ্রামের মোঃ সেতাবুর রহমানের ছেলে মো: মাহবুব আলম(৩২)।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।
আপনার মতামত লিখুন :