বিশ্ব মিডিয়ায় বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসির খবর


তারেক আজিজ প্রকাশের সময় : ১২/০৪/২০২০, ৭:৫৪ অপরাহ্ণ /
বিশ্ব মিডিয়ায় বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসির খবর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকরের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত ১২টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমসহ প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুনি মাজেদের ফাঁসির সংবাদ প্রচার করতে থাকে।

আল-জাজিরা, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আনাদুলু এজেন্সি, স্ট্রেইটস টাইমস, দ্যা গার্ডিয়ান, ইন্ডিয়া টুডে ও দ্যা নিউজসহ বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যম এই খবরটি ফলাও করে প্রকাশ করেছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা তাদের অনলাইন সংস্করণে ‘Bangladesh hangs killer of founding father Mujibur Rahman’ এই শিরোনামে একটি সংবাদ প্রচার করেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ‘বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হত্যার দায়ে সেনা অফিসারকে ফাঁসি দেওয়া হয়েছে’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সুত্রঃ বার্তা২৪.কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com