বিশ্বরোড মোড় ও শাহীবাগে কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ডা. রাব্বানী
তারেক আজিজ
প্রকাশের সময় : ১৮/০৫/২০২০, ১২:১৭ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগ সদস্য ডা. গোলাম রাব্বানী নিজস্ব উদ্যোগে হোটেল শ্রমিক, রিকশা শ্রমিক ও কর্মহীন পরিবারের মাঝে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার সকালে পৌর এলাকার বিশ্বরোড মোড় ও শাহীবাগে ৫০ জন কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমায়, চিনি, তেল, চাল ও আটা বিতরণ করেন তিনি। এ সময় যুবলীগ নেতা শাহনেওয়াজ দুলাল উপস্থিত ছিলেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. গোলাম রাব্বানী সকলকে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার অনুরোধ জানান এবং চিকিৎসার ব্যাপারে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ, তিনি করোনা পরিস্থিতিতে পৌর এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে তার সাধ্যমতো খাদ্য সহযোগিতা ও চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
Post Views: 675
আপনার মতামত লিখুন :