বালিয়াডাঙ্গা হেল্পলাইন এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরন।


Md Ismail Hosain প্রকাশের সময় : ১১/০৫/২০২০, ২:০৯ অপরাহ্ণ /
বালিয়াডাঙ্গা হেল্পলাইন এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের গরীব ও অসহায় পরিবারদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে বালিয়াডাঙ্গা হেল্পলাইন এর তরুন সদস্যবৃন্দ।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বালিয়াডাঙ্গা হেল্পলাইন গরীব ও অসহায় পরিবারদের জন্য এগিয়ে আসেন।
আজ সোমবার (১১মে ২০২০ ইং) সকাল ১০ ঘটিকায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের প্রায় ৩৫টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন।

উল্লেখ্য যে, এসব উপহার সামগ্রী তুলে দেয়ার সময়, বালিয়াডাঙ্গা হেল্পলাইন এর মূল পরিচালনা পর্ষদ এর একজন মুখপাত্র বলেন, আমাদের এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে আমরা আরো পদক্ষেপ গ্রহন করবো এবং গরীব অসহায়দের সহযোগীতার জন্য এগিয়ে যাবো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com