বারঘরিয়ার লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা ভবন ঢালাই কাজের উদ্বোধন


তারেক আজিজ প্রকাশের সময় : ০৭/১০/২০২০, ৮:০৯ অপরাহ্ণ /
বারঘরিয়ার লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা ভবন ঢালাই কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা একাডেমিক ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।
৭ অক্টোবর বুধবার সকালে ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক দুই বারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।
এ সময় জেলা পরিষদের সদস্য আবুল বাশার, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের কমিটির সদস্য, শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক এমপি আব্দুল ওদুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রত্যেক উপজেলায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভবন নির্মাণে আমার দেয়া তালিকার কাজ প্রায় শেষের পথে। এরই অংশ হিসেবে আজ লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ঢালাই সম্পন্ন হলো।
উল্লেখ্য, সাবেক এমপি আব্দুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জে নিজ আসনে শিক্ষাখাতে উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। সে কাজের ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com