বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ
তারেক আজিজ
প্রকাশের সময় : ২১/০৪/২০২০, ২:৫৩ অপরাহ্ণ /
০
করোনা ভাইরাসের কারণে সারাদেশ আজ অবরুদ্ধ। কাজ না থাকায় চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।
সে মানবিক দিক বিবেচনা করে
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মিয়াপাড়ায় আদিবাসী ও স্থানীয় হতদরিদ্রের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার সদস্য ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার মফিজুর রহমান নয়ন, ঝিলিম ইউনিয়নের মহিলা কাউন্সিলর রেহানা বেগম, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান বাবলু, যুবলীগ নেতা শাহনেওয়াজ দুলাল, ছাত্রলীগ নেতা সুমন। এলাকার ১০১ জন মানুষের মাঝে এসব সামগ্রী তুলে দেয়া হয়।-কপোত নবী।
Post Views: 776
আপনার মতামত লিখুন :