বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশিষ্ট জনদের নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার ৮ নভেম্বর


তারেক আজিজ প্রকাশের সময় : ০৪/১১/২০২০, ৮:০২ পূর্বাহ্ণ /
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশিষ্ট জনদের নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার ৮ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ শুধু উদযাপনই নয়, অনুধাবন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা ও বিশ্ব মাঝে ছড়িয়ে দেওয়ায় উদযাপনের একমাত্র উদ্দেশ্য। বঙ্গবন্ধুর মূল উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তাঁর অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে ‘সম্প্রীতি বাংলাদেশ’ ও ‘ইনস্টিটিউট অব সোশ্যাল এ্যান্ড কালচারাল স্টাডিজে’র যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক ওয়েবিনার’ এর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ-ভারতের অতিথিদের উপস্থিতিতে অনলাইন জুম লাইভে ‘আন্তর্জাতিক ওয়েবিনার’টি আগামী ৮ নভেম্বর রোববারববাংলাদেশ সময় বিকেল সাড়ে ৬টা ও ভারতীয় সময় বিকেল ৬ টায় অনুষ্ঠিত হবে ।
এতে অতিথি হিসেবে বাংলাদেশীদের মধ্যে উপস্থিত থাকবেন, লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড: আতিউর রহমান।
ভারতীয়দের মধ্যে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিধায়ক ও সাবেক মন্ত্রী ডাঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায়, সীমান্ত সুরক্ষা বাহিনীর সাবেক উপ-মহানিরীক্ষক সমীর কুমার মিত্র, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী।
অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন আয়োজকবৃন্দ।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com