জেলার বিভিন্ন প্রান্তের চা বিক্রেতা ও ফেরিওয়ালাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আতাহার এলাকায় এইসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতির পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার কর্মহীন, অসহায়, গরীব মানুষগুলোর মধ্যে বিতরণ করা হচ্ছে। উপহার সামগ্রী প্রদাণের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা জামাল আবদুল নাসের পলেন, আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো খবর
আপনার মতামত লিখুন :