গত ১লা এপ্রিল দৈনিক চাঁপাই চিত্রের প্রথম পাতায় ‘পদ্মায় বালুদস্যুদের রাজত্ব’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে বলা হয়েছেÑ এই অঞ্চলে বালু উত্তোলন ও বালু ব্যবসাকেদ্রিক প্রভাবশালীদের নিয়ে একাধিক শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা নেতারা বালু চক্রটিকে নিয়ন্ত্রণ করছেন। তারা ইচ্ছামতো নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। আইন অমান্য করে পদ্মা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন মজিবুর মেম্বার ও তার লোকজন। প্রকৃতপক্ষে আমি বা আমার লোকজন এই কারবারে জড়িত নয়। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে অভিযোগ করেছেন এবং সংবাদ প্রকাশে উৎসাহিত করেছেন। আমাকে জড়িয়ে লেখা অংশটুকুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :