চাঁপাইনবাবগঞ্জে মেসার্স আনোয়ার অটো রাইস মিলের নিজস্ব উদ্যোগে করোনা প্রভাবের কারনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিস মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি ও মেসার্স আনোয়ার অটো রাইস মিলের ম্যানেজিং ডাইরেক্টর,বিশিষ্ট ব্যাসায়ী ও সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী লাভলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, পৌর ছাত্রদলের মীম ফজলে আজিম।
উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ হারুনের নির্দেশে ও আনোয়ার অটো রাইস মিলের সৌজন্যে এসব খাদ্য সামগ্রী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়া হচ্ছে।
আনোয়ার অটো রাইস মিলের ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার হোসেন জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে সমগ্র বাংলাদেশ সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষজন কর্মহীন হয়ে পড়ায় তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে কর্মহীন ২০০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও এর আগে পৌরসভার ১৫টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :