অনলাইন ডেস্ক : সম্প্রতি র্যাবের হাতে আটককৃত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও ডিবি কর্মকর্তা সাকলায়েনের একটি নতুন ভিডিও ফাঁস হয়েছে।
এর আগে গত ১ আগস্ট রাতে নায়িকা পরীমণিকে নিয়ে গোলাম সাকলায়েন তাঁর সরকারি ফ্ল্যাটে অবস্থান করেন বলে অভিযোগ ওঠে। অবশ্য সেই দিনের ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজও ফাঁস হয়েছে।
এদিকে পরীমণির সঙ্গে সম্পর্কের বিষয় সামনে আসার পর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে সাকলায়েনকে।
আজ নতুন করে পরী-সাকলায়েনের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ফাঁস করা হয়। সেখানে দেখা যায়, সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন পরীকে সঙ্গে নিয়ে একটি কেক কাটছেন। পরে পরীমণি তাকে কেকটি খাইয়ে দেন।
আপনার মতামত লিখুন :