নিজেই নিজের পাত্র খুঁজছেন শ্রীলেখা!


তারেক আজিজ প্রকাশের সময় : ২৩/১১/২০২১, ৭:৫৫ অপরাহ্ণ /
নিজেই নিজের পাত্র খুঁজছেন শ্রীলেখা!

Sreelekha Mitra:  সেজেগুজে ছবি দিয়ে প্রশ্ন, মেয়ে পছন্দ! নিজেই নিজের পাত্র খুঁজছেন শ্রীলেখা?

খোলা চুল, গলায় পান্না-হিরে গাঁথা হার। কানে একই রকমের দুল। সেজেগুজে পরিপাটি শ্রীলেখা মিত্র।


এ পর্যন্ত ঠিকই ছিল। সেই ছবি ফেসবুকে দিয়ে জানতে চেয়েছেন, ‘মেয়ে পছন্দ হয়?’ ঠিকমতো সাজলে এখনও বহু সুন্দরীকে টেক্কা দিতে পারেন অভিনেত্রী। কিন্তু তিনি কেন হঠাৎ এমন প্রশ্ন করলেন? দ্বিতীয় বার বিয়ের ইচ্ছে অভিনেত্রীর? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল শ্রীলেখার সঙ্গে। মজার গলায় তিনি বলেছেন, ‘‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হল সবাইকে দেখাই। তার পরেই মনে হল, নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’’

শ্রীলেখার দৃষ্টিভঙ্গি অবশ্য অন্য। তিনি যুক্তি দেখিয়েছেন, সব সময় বিয়ে করতে হবে এমন কোনও মানে নেই। পাত্রী হিসেবে নয়, তাঁকে তো কেউ নিজের মেয়েও ভাবতে পারেন। মাথার উপর থেকে মা-বাবার ছায়া সরে গিয়েছে। আক্ষরিক অর্থেই যেন নিজেকে অনাথ বলে মনে করছেন তিনি। সেই জায়গা থেকেই বোধহয় তাঁর আবদার, ‘‘কেউ আমায় দত্তকও নিতে পারেন! সেই ভাবনা থেকেই লিখেছি, ‘মেয়ে পছন্দ’?’’

সম্প্রতি বাবা সন্তোষ মিত্রকে হারিয়েছেন অভিনেত্রী। এর পরেই যেন আরও অসহায় হয়ে পড়েছেন তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com