নাচোলে হেরোইনসহ ১জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৩/০৯/২০২০, ৮:০৫ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা এলাকায় ৪০০ গ্রাম হেরোইনসহ ১জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর পৌণে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র্যাব-৫ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সবুজ পাড়া খোয়াড়মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০)।
৪০০ গ্রাম হেরোইনসহ ১জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী অধিনায়ক এ.টি.এম.মাইনুল ইসলাম। এ ঘটনায় নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।-
Post Views: 1,223
আপনার মতামত লিখুন :