নাচোলে এসপি আব্দুর রকিবের নির্দেশে ৪৮ ঘন্টার মধ্যে ৫ জন অস্ত্রসহ গ্রেপ্তার
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৯/১০/২০২০, ৯:০১ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নাচোল থানা পুলিশের অভিযানে ৪৮ ঘন্টার মধ্যে দস্যুতার ঘটনায় জড়িতদের নাচোলে লুন্ঠিত মোটরসাইকেলসহ ৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের তথ্যর ভিত্তিতে পরে একটি শুটারগানও উদ্ধার করে পুলিশ। এ সময় নগদ সাত হাজার টাকা উদ্ধার করা হয়।
আসামীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বিয়ান বাজার এলাকার মো. মোবির ছেলে মো. ইয়াদুল (২১), কানসাট বাগানবাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে মো. আব্দুল্লাহ (২০), আজমতপুর রিফোজী পাড়ার মনিরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন (২৩), একবরপুর এলাকার মজলুর ছেলে মো. জসিম (২০) ও বাররশিয়া বাধরোডের আব্দুস সাত্তার ওরফে আফসার আলীর ছেলে খায়রুল ইসলাম ওরফে বাইরুল (৪৫)।
জানা গেছে, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশের একটি দল আঝইর গ্রামের টুনুর পেয়ারা বাগান থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়।
৯ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযান গুলো পরিচালনা করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক ও অপর ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে।
Post Views: 2,033
আপনার মতামত লিখুন :