নতুন যে সুবিধা বাড়ল সরকারি চাকরিজীবীদের


তারেক আজিজ প্রকাশের সময় : ১৯/০৬/২০২২, ১০:৩৪ অপরাহ্ণ /
নতুন যে সুবিধা বাড়ল সরকারি চাকরিজীবীদের

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত এবং অর্থ বিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীদের দাফন ও অন্ত্যোষ্টিক্রিয়ার অনুদান বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দাফন ও অন্ত্যোষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, উক্ত অনুদানের ব্যয়ভার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকুলে বরাদ্দকৃত প্রচলিত বাজেট কোড থেকে নির্বাহ করা হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com