দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করছে ‘স্বপ্ন’


তারেক আজিজ প্রকাশের সময় : ১১/০৭/২০২৩, ৬:৩৪ অপরাহ্ণ /
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করছে ‘স্বপ্ন’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে জনপ্রিয় সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’। মঙ্গল ও বুধবার (১১ ও ১২ জুলাই) অফারটি উপভোগ করতে পারবেন ‘স্বপ্ন’র গ্রাহকরা। ঢাকা, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামের গ্রাহকদের জন্য আলু, দেশি পেঁয়াজ ও চিনিতে বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা ও কুমিল্লার গ্রাহকদের জন্য থাকছে প্রতি কেজি আলু ৪৪ টাকায়, দেশি পেয়াঁজ প্রতি কেজি ৬৬ টাকা, চিনি (খোলা) প্রতি কেজি ১৩৬ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম আউটলেটের জন্য প্রতি কেজি আলু থাকছে ৪৭ টাকায়, আমদানি করা পেয়াঁজ প্রতি কেজি ৫৭ টাকা, চিনি (খোলা) প্রতি কেজি বিক্রি হবে ১৩৬ টাকায়।

সিলেটের স্বপ্ন গ্রাহকদের জন্যও থাকছে বিশেষ ছাড়। প্রতি কেজি আলু ৪০ টাকা, আমদানি করা পেয়াঁজ প্রতি কেজি ৪৭ টাকা।

অফারটি ১১ ও ১২ জুলাই স্টক থাকা পর্যন্ত চলবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com