ঠাকুরপোদের কাছে ফিরছেন উমা বৌদি, তৈরি তো?


তারেক আজিজ প্রকাশের সময় : ১৫/১২/২০১৯, ১১:১৫ অপরাহ্ণ /
ঠাকুরপোদের কাছে ফিরছেন উমা বৌদি, তৈরি তো?

নিজস্ব প্রতিবেদন : ভর দুপুরে বৌদির সঙ্গে লুকিয়ে দেওরের প্রেম। আর তার সঙ্গে অল্প বিস্তর খুনসুটি। দাদা-হীন দুপুরে প্রেম তো একেবারে জমে ক্ষীর! দেওরদের হৃদয়ে প্রেম ও যৌনতায় সুরসুরি জাগিয়ে কোথায় যেন ফুরুৎ হয়ে গিয়েছিলেন উমা বৌদি। মাস খানেক দুপুর ঠাকুরপোদের মনটা যেন বড্ড খারাপ করছিল। ঠিক এমন সময়ে…

হৈচৈ-এর ডিজিট্যাল প্লার্টফর্মের দৌলতে ফের ফিরছেন তাঁদের সেই উমা বৌদি।  শুরু হচ্ছে দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব। ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজটি। 

ইতিমধ্যে ভোজপুরী লাগেলু গানে দেখা মিলেছে উমা বৌদির। সেই গানেও স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাচ ইতিমধ্যেই দেওরদের মনে আশা জাগিয়েছে।

  • Updated By: Nov 5, 2017

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com