ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম তাজকির- উজ জামান।
সভায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুনজুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কায়সার রহমানসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আলোচনা সভা শেষে ১২ নতুন ভোটারের মাঝে স্মার্ট কার্ড দিয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।-কপোত নবী।
আপনার মতামত লিখুন :