চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ


তারেক আজিজ প্রকাশের সময় : ৩০/০৬/২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
নিজস্ব প্রতিবেদক:  ভালো কাজের স্বীকৃতি স্বরূপ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন নির্বাচিত হয়েছেন।
গত ২৬ জুন রোববার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ওসি মোজাফফর হোসেন কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
এ ছাড়াও কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে শিবগঞ্জ থানার এসআই (নি.) সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে শিবগঞ্জ থানার এএসআই(নি.) আলমগীর হোসেনের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।
এ বিষয়ে ২৯ জুন বুধবার শ্রেষ্ঠ ওসি মোজাফফর হোসেন  এ প্রতিবেদককে জানান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা পুলিশ জনগণের সেবক হয়ে সেবা দিয়ে আসছে। মাদক, চুরি, ছিনতাই যে কোন অপরাধ হলেই আপনারা নিকটস্থ থানায় অথবা ৯৯৯ ফোন দিন। পুলিশের কাজে সকলকে সহযোগিতা করারও আহবান জানান তিনি।
এ দিন জেলার ৫ থানার অফিসার ইনচার্জ ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এসপি আবদুর রকিব। পরে মাস্টার প্যারেডে সালাম গ্রহণের পর পুলিশ লাইন্সের বিভিন্ন ব্যারাক পরিদর্শন করেন।
ড্রিল শেডে পুলিশ কল্যাণ সভা ও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে গত মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। সকল সভায় সভাপতিত্ব করেন এসপি আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com