চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইদু গ্রেপ্তার
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৩/০৯/২০২০, ৫:১১ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে রহনপুর থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ৫ নং ওয়ার্ড বংপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. ইদু (৫০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে রহনপুরে তহুরুল ইসলাম এর গোডাউন ঘরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ইদুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। –
Post Views: 1,639
আপনার মতামত লিখুন :