নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জে অভিযান চালিয়ে ৯৭০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নামু চাকপাড়ার
মোসা. বদন বিবির একবর আলীর ছেলে মো. কুদ্দুস (২৫)। জব্দ মাদকের অানুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা। এ সময় একটি হিরো বাইসাইকেলও উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বাটল পাড়া গ্রামের ফাজু মুন্নার আম বাগানের দক্ষিণ পাশের পাঁকা রাস্তার উপর থেকে ৯৭০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ হাতেনাতে কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :