প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে শনিবার ৬০ জন ধানকাটা শ্রমিককে নওগাঁ জেলায় পাঠালো জেলা পুলিশ।
শনিবার জেলা পুলিশের ব্যবস্থাপনায় সদর উপজেলার চুনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রমিকদের সমবেত করে ট্রাকে তুলে দেয়া হয়। এসময় পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব প্রত্যেক শ্রমিককে মাস্ক, সাবান ও গামছা প্রদান করেন।
সেখানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেন, ওসি (অপারেশন) মিন্টু রহমান।
পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ জেলা থেকে পুলিশের ব্যবস্থাপনায় এ পর্যন্ত প্রায় দুইশত কৃষি শ্রমিককে ধান কাটার জন্য বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। এ জেলা থেকে প্রায় ৫হাজার কৃষি শ্রমিককে অন্যান্য জেলায় পাঠানো হবে। এসময় শ্রমিকদের শারীরিক অবস্থা পরীক্ষা করে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :