চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগ সেক্রেটারি আব্দুল ওদুদের খাদ্যশস্য বিতরণ


তারেক আজিজ প্রকাশের সময় : ২৬/০৪/২০২০, ২:৫৩ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগ সেক্রেটারি আব্দুল ওদুদের খাদ্যশস্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ২নং ওয়ার্ডের হুজরাপুরে পুরাতন জেলখানা মোড় সংলগ্ন সাবেক এমপি আব্দুল ওদুদের বাস ভবনে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ১৫০ জন হতদরিদ্র, খেটে খাওয়া দিনমজুর, নারী-পুরুষের  মাঝে খাদ্যশস্য বিতরণ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।
নিজস্ব উদ্যোগে তিনি এসব খাদ্যশস্য বিতরণ করেন। করোনা পরিস্থিতির পর থেকে মহারাজপুর, রাণীহাটি, গোবরাতলাসহ বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
করোনা ভাইরাস সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চলতে ও সকলকে নিজনিজ ঘরে থাকতে জোর অনুরোধও জানান আব্দুল ওদুদ।
এ সময় আওয়ামী লীগ নেতা মো. মনিরুল ইসলাম, সাংবাদিক মো. ফারুক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com