চাঁপাইনবাবগঞ্জে ৮ জন মাদকসেবিকে এক বছর ও ছয় মাসের কারাদন্ড প্রদান


তারেক আজিজ প্রকাশের সময় : ২৩/০৯/২০২০, ৩:২৩ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে ৮ জন মাদকসেবিকে এক বছর ও ছয় মাসের কারাদন্ড প্রদান
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ জন মাদকসেবিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর মহল্লার মো. ভিখুর ছেলে শফিকুল ইসলাম (৪০), একই মহল্লার সাদিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৫২), প্রান্তিকপাড়ার আকবর হোসেনের ছেলে রজব (২০), বাতেন খাঁ মোড়ের একরামুল হকের ছেলে মোমিন (৩২), স্বর্ণকারপট্টি আলিয়ামাদরাসা এলাকার মুকুলের ছেলে সোহেল (২৫), আরামবাগ মহল্লার রেজাউলের ছেলে রাসেল (২৮), একই মহল্লার মঞ্জুরের ছেলে নবাব (৫০) ও আলীনগর প্রান্তিকপাড়ার শুকুর আলীর ছেলে হাসান আলী (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুস সালাম জানান, প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ৭জনকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com