চাঁপাইনবাবগঞ্জে ৬৫ বোতল ফেনসিডিল ও ২কেজি গাঁজাসহ আসাদুল ও জুয়েল গ্রেপ্তার


তারেক আজিজ প্রকাশের সময় : ০২/১০/২০২০, ১:০২ পূর্বাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে ৬৫ বোতল ফেনসিডিল ও ২কেজি গাঁজাসহ আসাদুল ও জুয়েল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ৬৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাদিনগর নদীর ধার এলাকার বশির আলীর ছেলে জুয়েল রানা (৩২) ও একই উপজেলার রসুনচক আইবিশ্বাসের টোলা এলাকার মৃত রাজিবুল ইসলামের ছেলে . আসাদুল ইসলাম (৩১)।
জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ হাদিনগর গ্রামে অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে জুয়েল কে গ্রেপ্তার করা হয়।
অপর আরেক অভিযানে রাত পৌণে ১২ টার দিকে একই টিম শিবগঞ্জের রসুনচক এলাকায় অভিযান চালিয়ে ২টি প্যাকেটে রক্ষিত ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আসাদুলকে গ্রেপ্তার করা হয়।
ওসি বাবুল উদ্দিন সরদার আরও জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল ও জুয়েল বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় দুটি মামলা রুজু করা হয়েছে। –
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com