চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণের উদ্বোধন


তারেক আজিজ প্রকাশের সময় : ০৩/০৯/২০২০, ৫:২০ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে খরিপ-২/২০২০-২১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সব বিতরণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি।
স্বাগত বক্তব্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা সদর উপজেলায় মাসকলাই বীজ ও সার বিতরনের বিভিন্ন দিক তুলে ধরেন।
উল্লেখ্য, জেলায় এই প্রনোদনার আওতায় ৫ হাজার ২’শ কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হবে। এরমধ্যে শুধুমাত্র সদর উপজেলায় প্রায় ২ হাজার কৃষকের মাঝে এসব বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৪০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি কলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com