চাঁপাইনবাবগঞ্জে ২ জনের করোনা থেকে মুক্তি : বাকি ১৪ জনের চিকিৎসা চলছে


তারেক আজিজ প্রকাশের সময় : ১৭/০৫/২০২০, ১১:৩৪ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে ২ জনের করোনা থেকে মুক্তি : বাকি ১৪ জনের চিকিৎসা চলছে
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো করোনা ভাইরাসের আরো ৩১ জনের পরীক্ষার রিপোর্ট করোনামুক্ত এসেছে।
এদের মধ্যে পৌর এলাকার চরমোহনপুর ও মহারাজ পুরের প্রথম শনাক্ত হওয়া ২ জন ব্যক্তিও রয়েছে। তারা হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে করোনাকে জয় করেছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী শনিবার রাতে সাড়ে ৮ টার দিকে গণমাধ্যমে জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পরীক্ষার পর আরো ৩১ জনের রেজাল্ট এসেছে। তারা সবাই নেগেটিভ।
তিনি আরো জানান, তাদের মধ্যে প্রথম শনাক্ত ২ ব্যক্তিও রয়েছে। এই ২ জনের তৃতীয়বারের মতো পরীক্ষা করা হয়। তাদের আজ রোববার আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়া হবে।
অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শনিবার পর্যন্ত সর্বমোট নমুনা প্রেরণ করা হয়েছে ১ হাজার ১৬৯ জনের। এর মধ্যে পেন্ডিং রয়েছে ৫৯৯ জনের। নেগেটিভ রেজাল্ট এসেছে ৫৫৪ জনের এবং পজিটিভ ১৬ জন।  ১৬ জনের মধ্যে প্রথম শনাক্ত হওয়া ২ জন ইতোমধ্যে আরোগ্যলাভ করায় এখন করেনা রোগী ১৪ জন।
অন্যদিকে শনিবার রাতে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৩৮ বছর বয়সের একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com