চাঁপাইনবাবগঞ্জে ২১ লাখ ভারতীয় জাল রুপিসহ ১ জন গ্রেফতার


তারেক আজিজ প্রকাশের সময় : ১২/১০/২০২০, ৬:৪৭ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে ২১ লাখ ভারতীয় জাল রুপিসহ ১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে ১২ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে পুলিশের অভিযানে ২১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় জাল রুপিসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কাঠগড় এলাকার গোলাম নবীর ছেলে আব্দুল বাসিদ (২৮)।
এ ঘটনায় দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ জানতে পারে শিবগঞ্জের পুকুরিয়া এলাকায় এক চোরাকারবারি অবস্থান করছে।
খবর পাবার পর, এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ২১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় জাল রুপিসহ বাসিদকে গ্রেপ্তার করে।
আসামী বাসিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালনোটের কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com