চাঁপাইনবাবগঞ্জে হেফজুল উলুম বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২লাখ টাকা দিলেন হারুন এমপি


তারেক আজিজ প্রকাশের সময় : ২৮/০৩/২০২১, ৩:০৫ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে হেফজুল উলুম বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২লাখ টাকা দিলেন হারুন এমপি
নিজস্ব প্রতিবেদক:  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটী হেফজুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশিদ হারুন এমপি ২ লাখ টাকা অর্থ বরাদ্ধের ব্যবস্থা করে দেন।
২৮ মার্চ রোববার বরাদ্ধ কৃত অর্থ বিদ্যালয় কর্তৃপক্ষর নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। এদিন সকালে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সমাজসেবক মো. মঈনউদ্দীন বিশ্বাস মঈন শংকরবাটী হেফজুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুর রহমানের হাতে অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মো. আব্দুল হান্নানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সমাজসেবক মো. মঈন উদ্দীন বিশ্বাস মঈন আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মানুষ মানুষের পাশে থেকে সেবা দিতে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির মনোনীত এ প্রার্থী।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com