চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার


তারেক আজিজ প্রকাশের সময় : ১৬/০৫/২০২২, ১১:৩৬ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার ৬  আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে এত্তাজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ হত্যা মামলার পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৩ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এত্তাজ আলী মারা যাওয়ার পর থেকে পলাতক ছিলেন আসামিরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাইফোত বিশ্বাসের টোলার মৃত সিদ্দিক হোসেনের ছেলে হেলাল উদ্দীন, গোলাম মোস্তফার ছেলে ইসমাইল, আরসাদ আলী মন্ডলের ছেলে আব্দুল খালেক, হাবিবুর রহমানের তিন ছেলে মুক্তার আলী, জাহাঙ্গীর আলম ও শফিকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জেরে গত ৩০ এপ্রিল রাতে ইসলামপুর ইউনিয়নের হাইফোত বিশ্বাসের টোলায় এত্তাজ আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এরপর ৩ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এত্তাজ আলী।
এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সদর মডেল থানায় মামলা করেন নিহতের ছেলে হানিফ। রোববার সন্ধ্যায় রাজশাহীতে পালিয়ে থাকা ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত চার আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদনসহ সোমবার আদালতে উপস্থাপন করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com